১৮তম নিবন্ধন উত্তীর্ণরা যেভাবে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য খুঁজে বের করবে

✴️প্রতিষ্ঠানের অবস্থা, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতা ও স্বচ্ছতা, নিয়োগ প্রাপ্ত বিষয়ের শূন্য পদ, শিক্ষকদের সংখ্যা ও শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারলে প্রার্থীর জন্য ভালো। বিশেষ করে শিক্ষার্থী সংখ্যার বিষয়ে খোঁজ নিতে হবে। ✴️প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা যেভাবে দেখবেন- ✅বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত এবং পরিচালিত কেন্দ্রীয় দপ্তর যা দেশের সকল পর্যায়ের সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে। প্রথমে www.banbeis.gov.bd ওয়েবসাইটে ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে Division, District, Upazilla, Institute Type, Management Type ও EIIN Number দিয়ে Find Institute অপশনে সার্চ করে view তে ক্লিক করলে প্রতিষ্ঠানের মৌলিক তথ্য, ঠিকানা, যোগাযোগের নম্বর ও শিক্ষার্থীদের সংখ্যাসহ সকল সাধারণ তথ্য পাওয়া যাবে। ✅প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের তথ্য পেতে www.emis.gov.bd ওয়েবসাইটের Portal অপশনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অঞ্চল, জেলা, উপজেলা, প্রতিষ...